জকিগঞ্জে ধান ভাঙার ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন, সুলতানপুর ইউনিয়নের মজলি গ্রামের আব্দুর রহমানের ছেলে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র মো. আল আমীন (২১) ও জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কলেজ ছাত্র মিনহাজ আহমদ (২২)।

বুধবার (২০ মার্চ) দিবাগত সাড়ে ১০ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের গঙ্গাজল যাত্রী ছাউনীর সামনে ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত আল আমীনের দুলাভাই কে আই বুলবুল জানান, গঙ্গাজল যাত্রী ছাউনীর সামনে ধান ভাঙার ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আল আমীন ও মিনহাজ গুরুতর আহত হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক