জকিগঞ্জ উপজেলার কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজন বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের নবনির্মিত একটি ভবন উদ্বোধন করেন অতিথিরা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লোকমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান আলোচক ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, গোয়াইনগাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ, মতিউর রহমান, খসরুল হক, সুষমা সুলতানা রোহী, নাসির উদ্দিন, আব্দুল হামিদসহ জেলা পরিষদ সদস্যবৃন্দ, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. আব্বাছ উদ্দিন, বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, নিউইয়র্ক যুবলীগের আহবায়ক রেজাউল করিম অপুসহ আরো অনেকে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হবে।
স্মার্ট বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আমাদের আগামী প্রজন্ম একথা উল্লেখ করে জেলা পরিষদ চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান বলেন, পৌরসভার ও ইউনিয়ন পরিষদের সকল দাপ্তরিক কাজ জিলিটালাইজেশনে উন্নীত করা সময়ের দাবি।
মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যানসহ অতিথিরা নবনির্মিত কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।