জকিগঞ্জে আগামীকাল রবিবার (১০ মার্চ) অনুষ্ঠিত আঞ্জুমানে হবে আল ইসলাহ’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন।

সম্মেলনকে সফল করার লক্ষে শনিবার (৯ মার্চ) দুপুরে সময় জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-ইসলাহ্’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ্’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান হালিম।

উপস্থিত ছিলেন সিলেট জেলা তালামীযের সাবেক সভাপতি আবু সায়িদ আশিক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আলীম উদ্দীন, জামাল আহমদ প্রমুখ।