বিয়ানীবাজারের গ্লোবাল চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে চারখাই বাজারে মঙ্গলবার বিকাল ৫টায় পবিত্র রমজান মাসে প্রায় ৬’শ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। একইসাথে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়।

গ্লোবাল চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সদস্যদের মধ্যে যারা এই কার্যক্রমে অর্থায়ন করেছেন তারা হচ্ছেন- যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ, ব্যারিষ্টার কালাম চৌধুরী, চৌধুরী মুরাদ, শহিদুল চৌধুরী মিনু, রফিক উদ্দিন, মনুসুর আহমদ চৌধুরী, সালেহ কিবরিয়া, সুমন চৌধুরী, শামছুল ইসলাম, সেলিম চৌধুরী, জাছমিন ইসলাম চৌধুরী, খছরুজ্জামান খছরু, জাবির এ চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম পারভেজ, রেজাউল করিম রাসেল ও মোহাম্মেদ উদ্দিন লিটন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী খিজির আহমদ চৌধুরী ও আহমেদ হোসেন।

ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমদ আলী, চারখাই ইউনিয়ন বিএনপির আহবায়ক অহিদ আহমদ তালুকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি হোসেন মুরাদ চৌধুরী, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান চৌধুরী, চারখাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ, তহিরুন নেছা চৌধুরী একাডেমীর প্রধান শিক্ষক ইছুব আহমদ, চারখাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মফিকুর রহমান হাসনু, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, চারখাই মোশাহিদিয়া হাফিজীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কারী এবাদুর রহমান, ব্যবসায়ী শাহেদ আহমদ চৌধুরী ও বাবুল আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখার সহ সভাপতি সাঈদুল আলম, ব্যবসায়ী ও সমাজসেবক আলী আহমদ, চারখাই মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক বাদল আহমদ, চারখাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।

কুড়ারবাজারে মরহুম হাজী আব্দুল ওয়াদুদের পরিবারের উদ্যোগে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ