ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর উদ্যোগে শাখার আওতাধীন উপজেলা ও বিভিন্ন ক্যাম্পাস শাখার প্রতিনিধি নিয়ে বর্ধিত সভা এবং বিয়ানীবাজার, গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলা পরিষদ এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে শাখার সভাপতি কাওছার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান এবং সহ সাধারণ সম্পাদক নাঈম আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ এর টানা ২য় বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সাবেক জেলা সাধারণ সম্পাদক লুকমান হাকিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহ সভাপতি হাফিজ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, প্রচার সম্পাদক শায়খুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ, সরকারি মাদরাসা বিষয়ক সম্পাদক সুহায়েল আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, সাহিত্য সম্পাদক শাকির আহমদ,পাঠাগার সম্পাদক জাফর আহমদ, দফতর সম্পাদক তোফায়েল আহমদ মাহের নির্বাহী সদস্য এইচ এম হাবিব সহ ৮ টি উপজেলা ও ক্যাম্পাস শাখার প্রায় অর্ধশত প্রতিনিধি।