বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার পৌরশহরে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ (জয় বাংলা গ্রুপ)। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে আনন্দ শোভাযাত্রাটি বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ শোভাযাত্রা শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের ইতিহাস ঐতিহ্য তুলে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা ও ছাত্র নেতারা বক্তব্য রাখেন। পরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।