ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। এই মাসটিতে শিক্ষার্থী, অসহায় ও সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার পৌরশহরের ছয় শতাধিক রোজাদার পথচারী ও বিয়ানীবাজার সরকারি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মাঝে ইফতার উপহার বিতরণ করেছে বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে ইফতারের আগ মুহূর্তে পৌরশহরের মোকাম মসজিদের সামনে সড়কে দাঁড়িয়ে প্রথমে পথচারীদের মধ্যে এ ইফতার উপহার বিতরণ করা হয়। পরে ছাত্রলীগ নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে ইফতার উপহার বিতরণ করেন।
সম্প্রতি রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার অংশ হিসেবেই বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশজুড়ে ইফতার বিতরণের এই কার্যক্রম পরিচালনা করছে।
ইফতার বিতরণকালে স্থানীয় ছাত্রলীগের তিন ইউনিটের নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে দেশের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দিয়েছেন তারা এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রমে ছাত্রলীগের সম্পৃক্ততা অব্যাহত থাকবে।
বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের সমন্বিত উদ্যোগে আয়োজন করা এই ইফতার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ শিপু, সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি এবং পৌরসভা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম সাকেল ও সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদসহ ছাত্রলীগের তিন ইউনিটের নেতাকর্মীরা।