রেকর্ড ও ইতিহাস দুটোই বার্সেলোনার পক্ষে। চ্যাম্পিয়নস লিগের নক আউটে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে হার এড়িয়ে ২১ বারের প্রচেষ্টায় ২০ বারই কাতালানরা জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে। এই রেকর্ড ধরে রাখার প্রত্যয় নিয়ে ‘ম্যারাডোনা ডার্বি’তে আরেকবার নাপোলির মুখোমুখি হচ্ছে জাভি এর্নান্দেসের দল। জয়ের বিকল্প না থাকলেও লড়াইটা নিজ মাঠে বলে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে বার্সা।
আর্সেনালের পরীক্ষা আরো কঠিন। চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পোর্তোর মাঠের ফলটা (১-০ গোলের হার) উল্টে দিতে হবে মিকেল আর্তেতার দলকে। নাপোলির বিপক্ষে বর্ণিল রেকর্ড বার্সেলোনার। আগের পাঁচ ম্যাচে একটিও হার নেই তাদের।
চার বছর আগে শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতেছিল কাতালানরা। এরপর অবশ্য আর কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। আজ রাতে অলিম্পিক স্টেডিয়ামে চার বছর আগের সোনালি অতীত ফিরিয়ে আনতে পারলে নাপোলির বিদায়ঘণ্টা বাজাবার পাশাপাশি নক আউটে ওঠার অপেক্ষাও ফুরাবে বার্সার। এই মুহূর্তে দুর্দান্ত ছন্দেও আছে জাভির দল।
টানা আট ম্যাচে অপরাজিত তারা। এর মধ্যে সর্বশেষ তিন ম্যাচে তারা হজম করেনি কোনো গোল। অবশ্য নাপোলির বিপক্ষে রাতের গুরুত্বপূর্ণ ম্যাচে চোট নিয়ে খানিকটা দুর্ভাবনা আছে বার্সেলোনার। ফরোয়ার্ড ফেরান তোরেসের খেলা নিয়ে আছে ঘোর সংশয়। তবে মাঠে ফেরার জন্য জোয়াও ফেলিক্সের শতভাগ তৈরি থাকার সুখবরও আছে তাদের জন্য।
১৬ বছরের লামিলে ইয়ামাল এবং অভিজ্ঞ রবার্ত লেভানদোস্কিরাও আছেন ছন্দে। সব মিলিয়ে শেষ আটে ওঠার স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা। তবে নাপোলিকেও একেবারে বাতিলের খাতায় ফেলা হয়তো ঠিক হবে না। গত মৌসুমের ছায়া হয়ে থাকলেও মৌসুমের তৃতীয় কোচ ফ্রান্সেসকে কালজোনা দায়িত্ব নেওয়ার পর পাঁচ ম্যাচে অপরাজিত নেপলসের ক্লাবটি। ভিক্টর ওসিমিয়েন ফেরার পর ধার ফিরে পাওয়া নাপোলি কি পারবে আজ রাতে বার্সাকে চমকে দিতে?