পবিত্র রমাজান মাস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের আয়োজনে চারখাই বাজারে ইফতার বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ আলী, চারখাই বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মফিকুর রহমান হাসনু, সমাজসেবক গৌছ উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি কর্মসংস্তান বিষয় সম্পাদক জিয়াব আহমদ, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আবদুল হামিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখার ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ আবু ফয়ছলসহ সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জেলা ও উপজেলা ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতেও এর ধারাবাহিকতা হরে রাখার আহবান জানান।