বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় এবং বিদ্যালয়ের অফিস কক্ষের জন্য ফার্নিচার হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবলু রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালেহ আহমদ,শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ,সাবেক সহকারী শিক্ষক বর্তমান শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক,সহকারী শিক্ষক অলি উল্লাহ,এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এজহারুল হাসান বাচ্চু, ২০০০ব্যাচের শিক্ষার্থী ও আজীবন দাতা সদস্য তৌহিদ হাসিব চৌধুরী তুহিন।

এসএসসি ব্যাচ ২০০০খৃষ্টাব্দের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিদ্যালয় অফিস কক্ষে ব্যবহার যোগ্য ফার্নিচার প্রদানে এগিয়ে আসায় তাদের প্রতি শিক্ষক বৃন্দরা অকৃত্রিম ভালোবাসা ও সাধুবাদ জানান এবং বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত, প্রজন্ম থেকে প্রজন্ম এভাবে সর্বদা নিজের মাতৃভূমি ও এলাকার সকল প্রয়োজনীয়তায় এগিয়ে আসার প্রত্যাশা কামনা করেন।
এসএসসি ২০০০ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪০জন ছাত্র-ছাত্রীকে ভর্তি প্রদান করেন এবং একইসাথে তাদের পক্ষ থেকে ফার্নিচার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়,এসএসসি ২০০০ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন ও বিদ্যালয়ের মান উন্নয়নে সর্বপরি তাদের হাত প্রসারিত থাকবে বলে আসাবাদ ব্যক্ত করেন।
এসএসসি ২০০০ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ হাসিব চৌধুরী তুহিন,এজহারুল হাসান বাচ্চু,সেলিম আহমদ, জাকির আহমদ,সালাহ উদ্দিন জনই।
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।