বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে সোনালী স্পোর্টিং ক্লাব কচকটখাঁ’র ১ম নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টায় চারখাই কচকটখাঁ পশ্চিম মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় গোলাপগঞ্জের সবুজ সংঘ একাডেমী ও বেলাল স’মিল এন্ড ফার্নিচার চারখাই একে অন্যের মুখোমুখি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমদ আলী, যুক্তরাজ্য প্রবাসী গৌছ উদ্দিন, আতাউর রহমান চৌধুরী আসাব, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শিপলু আহমদ, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, চারখাই পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ময়না মিয়া, যুবলীগ নেতা সাইদুল আলম, এস আর সহিদ, আলী আহমদ, চারখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, চারখাই সমাজ কল্যান সংস্থা ফ্রান্সবর সভাপতি ফরিদ উদ্দিন, সমাজসেবক দয়াময় কুমার দে, ছঈদ আলী, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, আসকর আলী প্রমুখ।