সিলেট-জকিগঞ্জ-বারইগ্রাম আঞ্চলিক সড়কের ব্যস্ততম পয়েন্ট চারখাই বাজারের আসপাশের মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় সহ হাসপাতালের রোগীদের স্বার্থে যানবাহনের হাইড্রলিক্স হর্ণ না বাজানোর জন্য ছাত্র/ব্যবসায়ী বৃন্দ সতর্কতা মূলক লিফলেট বিতরণ করেন বাজারের চৌমুহনী চত্বরে।
বিশেষ করে ট্রাক/বাস সহ যত ধরনের যানবাহনে হাইড্রলিক্স হর্ণ ব্যবহার করা হয় সেগুলোর নিষিদ্ধ শব্দ ব্যবহার থেকে বিরত থাকার জন্য দিনভর লিফলেট বিতরণ করেন সাধারণ ছাত্র ও ব্যবসায়ী বৃন্দ।
চারখাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিরন আহমদ জানান বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অভিযোগ সিলেট হইতে জকিগঞ্জ -বরাইগ্রাম গামী বাস এবং সিলেট থেকে সুতারকান্দি আসা ট্রাকের হাইড্রলিক্স হর্ণের শব্দে অতিষ্ট, মসজিদে নামাজরত মুসল্লী,স্কুল মাদ্রাসার ছাত্রদের পড়া/লেখা সহ রোগী এবং ব্যবসায়ী বৃন্দের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় নিষিদ্ধ এই হাইড্রলিক্স হর্ণ। সে জন্য হিরন আহমদের সার্বিক সহযোগীতায় ছাত্র সহ ব্যবসায়ীরা সতর্কতা মূলক প্রাথমিক ভাবে এই লিফলেট বিতরণ করেন।