বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গোলাবশাহ কিশোর সংঘের ব্যবস্থাপনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কসবা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় এলাকার শিশু-কিশোর থেকে শুরু যুবক-বৃদ্ধ, সর্বস্থরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ জামাল হোসেন, কানাডা প্রবাসী আছাদ উদ্দিন, তারেক আহমদ, আজাদ উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলম সেলিম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারি শিক্ষক শাহিদুর রহমান শাহিন, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ, আব্দুল খালিক খালেদ, বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম ঝুনু, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল বাছিত টিপু, বিয়ানীবাজার পৌড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, গোলাবশাহ কিশোর সংঘের গভর্নিংবডির চেয়ারম্যান আবু আহমেদ সাহেদ প্রমুখ।

মাহফিলে অন্যান্যের মধ্যে গোলাবশাহ কিশোর সংঘের সাবেক ও বর্তমান উপদেষ্টামণ্ডলী ও সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর কল্যাণ এবং স্থানীয় এলাকার প্রয়াতদের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা কামনা ও প্রবাসীদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।