সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন বলেছেন- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা সব ধরণের উন্নয়ন থেকে বণ্টিত। কোন ধরণের উন্নব হয়নি। এর কারনে আ’লীগের ভোটে ফাটল দেখা দিয়েছে। এই আসনে আওয়ামীলীগের ভোট ৩ ভাগে বিভক্ত। জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। জাতীয় পার্টির বোটার ছাড়াও আ’লীগে অনেক নেতাকর্মীসহ বিএনপি এবং জামাতের ভোটাররা লাঙ্গলে ভোট দিবে। ফলে জয়লাভ করবে লাঙ্গলের প্রার্থী।

তিনি সোমবার রাতে বাঘা পরগনা বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এর আগে আমুড়ার ইউনিয়নের আমনিয়া বাজারেে লাঙ্গলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর দিনভর গণসংযোগ, পথসভা লিফলেট বিতরণ করেছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করা হয়। আমনিয়া বাজারে লাঙ্গলের কার্যালয় উদ্বোধন করার পর পথসভায় বক্তব্য রাখেন।

এরপর তিনি আমুড়া ইউনিয়নের ঘাগুয়া, আমনিয়া বাজার, আমুদে বাজার, শিকপুর, সদর ইউনিয়নের রানাপিং খারকানাবাজার, ও বাঘাসহ বিভিন্ন এলাকায় পথসভায় যোগদান করেন।

এতে সভাপতিত্ব করেন শামসুজ্জামান বাবুল।

সেনুল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি হুমাইয়ুন আহমদ চৌধুরী, সাবেক সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, উপজেলা জাপার সদস্য সচিব এসএ মালেক ও শামসুজ্জামান বাবুল ও জয়নুল ইসলাম জয়। এরপর রাতে বাঘা পরগনা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।