গোলাপগঞ্জে ৮ দিন ধরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার সন্ধান পায়নি পরিবার। কোথাও খোঁজে না পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (ডায়েরী নং-৮৭৮, তাং-১৭.০৮.২১)।
নিখোঁজ তরুণী ফরিদা বেগম (২২)। সে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কৃষক আব্দুল মানিকের কন্যা।

সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা যায়, ফরিদা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসাও চলছে। গত ১১ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ঐদিনই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করলেও তার কোন সন্ধান পায়নি। পরিবার থেকে গোলাপগঞ্জ মডেল থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়। ফরিদা বেগম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে। তার গায়ের রং ফর্সা, হালকা গড়ন ও গোলাকার মুখ।
নিখোঁজ ফরিদা বেগমের বাবা সমাজের সকলের কাছে তার মেয়ের সন্ধানের জন্য আকুতি জানিয়েছেন। যদি কেউ ফরিদা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৪০৪-২১৬৪৭৭/০১৭৮০-৬৩১৪৮৮ এই নম্বরে অথবা গোলাপগঞ্জ মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তিনি।