সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে তৃণমূলের নেতাদের মূল্যায়ন না করা, ত্যাগী নেতাদের অপমান ও অপদস্থ করায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর সাথে গোলাপগঞ্জ উপজেলার ২০-২৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বুধবার (২৫ আগস্ট) সিলেট নগরের মিরাবাজারস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় সম্প্রতি পদত্যাগ করেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তারই পথ ধরে এবার শতাধিক নেতাকর্মী পদত্যাগ করলেন।

গোলাপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম বাচ্চু, মো. আছলাম, সাদিকুর রহমান বাবলু ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমদ চৌধুরীসহ প্রায় ২০-২৫ জন।

গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পদত্যাগকারী আহ্বায়ক আবুল কালাম বলেন, ‘সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে তৃণমূলের নেতাদের মূল্যায়ন না করা, ত্যাগী নেতাদের অপমান ও অপদস্থ করায় আমরা গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘কমিটিতে দলের সিনিয়রদের যথাযোগ্য স্থানে না রেখে তাদেরকে অপমান করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে চেয়েছিলেন তারা সেভাবে করতে পারছে না।’

উপজেলা সরকারি হাসপাতালের ইতিহাসে সর্ববৃহৎ অনুদান দিলো যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি