সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে তৃণমূলের নেতাদের মূল্যায়ন না করা, ত্যাগী নেতাদের অপমান ও অপদস্থ করায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর সাথে গোলাপগঞ্জ উপজেলার ২০-২৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বুধবার (২৫ আগস্ট) সিলেট নগরের মিরাবাজারস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় সম্প্রতি পদত্যাগ করেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তারই পথ ধরে এবার শতাধিক নেতাকর্মী পদত্যাগ করলেন।
গোলাপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম বাচ্চু, মো. আছলাম, সাদিকুর রহমান বাবলু ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমদ চৌধুরীসহ প্রায় ২০-২৫ জন।
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পদত্যাগকারী আহ্বায়ক আবুল কালাম বলেন, ‘সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে তৃণমূলের নেতাদের মূল্যায়ন না করা, ত্যাগী নেতাদের অপমান ও অপদস্থ করায় আমরা গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘কমিটিতে দলের সিনিয়রদের যথাযোগ্য স্থানে না রেখে তাদেরকে অপমান করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে চেয়েছিলেন তারা সেভাবে করতে পারছে না।’