সিলেটের গোলাপগঞ্জে শিলা বৃষ্টির আঘাতে শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার রাতে উপজেলা জুড়ে তাণ্ডব চলে শিলা বৃষ্টির। উপজেলার বিভিন্ন জায়গায় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার অনুসারে ৬৩ জন লোক আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি আরও বেশ কয়েকজন লোক রেজিস্ট্রি ছাড়াও চিকিৎসা গ্রহণ করেন। সোমবার সকাল পর্যন্ত শিলার আঘাতে আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান দায়িত্বরতরা।

বিষয়টি নিশ্চিত করেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আশফাক আহমদ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দাতব্য চিকিৎসালয় ও ব্যক্তিগতভাবে চিকিৎসকের চেম্বারে আরও অনেকে আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেন। সব মিলিয়ে শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে শিলাবৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে গোটা উপজেলা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ঘরের টিনের চাল, জানালার কাঁচের জানালা। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোবাস, সিএনজি (অটোরিকশা)সহ বিভিন্ন ধরণের যানবাহন।