শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগাম বন্যায় দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রান্তিক কৃষক ও জেলেরা বেশি ক্ষতির সম্মুখিন হয়েছেন। প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। শিক্ষামন্ত্রী বলেন, বোরো ধানের যে ক্ষতি হয়েছে তাতে কৃষক সমাজ আজ উদ্বিগ্ন। হাওরে ফসল হারিয়ে তারা দিশেহারা। এসব মানুষের পাশে শেখ হাসিনার সরকার অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। সবাই যাতে দ্রুত সময়ের মধ্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারে সরকার সে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, হাওরে এমোনিয়া গ্যাসের প্রভাবে মাছের মৃত্যুতে ক্ষতির মুখে পড়ে জেলে সমাজ। আমরা তাদের সহায়তা দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছি। আশা করি আমরা সকলেই মিলে এ দুর্যোগ কাটিয়ে উঠবো।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ জেলে সম্প্রদায়ের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জেলে সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, এ বছরেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্নের লক্ষ্যে  সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারা দেশে একশটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে তার মধ্যে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দুটি হবে। শিক্ষামন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ মহল ঈর্ষানিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। অনুষ্ঠানে ১ হাজার ৩শ ৭৫জন জেলেকে ৩৮ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।
এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমীর উদ্দিন ছাদেক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা যুবলীগের সভাপতি নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ছালিক, জেলা  আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, মৎস্যজীবি প্রতিনিধি ইউপি সদস্য ইসমাইল আলী, মোহাম্মদ চুনু মিয়া, নুরুল ইসলাম, এখলাছুর রহমান, বাহার উদ্দিন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।