গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের গীর্দ্দ গ্রামের রুহেল আহমেদ (৩২) ও জৈন্তাপুর উপজেলার শাকিল আহমদ (২০)।

জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য আইন ২০১৮ এর আইনে দুইজনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়। তাদের মধ্যে রুহেল আহমদকে নগদ ৫’শ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গোলাপগঞ্জে বসবাসরত জৈন্তাপুর উপজেলার শাকিল আহমদকে ২’শ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় অভিযানে সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ম্যোল্লাসহ একদল পুলিশ।