গোলাপগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ শুরু গোলাপগঞ্জে শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম। উপজেলায় নতুন ভোটার করতে লোকজনের বাড়ী বাড়ী যাচ্ছেন উপজেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহজারীরা। এতে গুরুদায়িত্ব পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
জানা যায়, গত ২০ জানুয়ারি থেকে উপজেলায় শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম। তথ্য সংগগ্রহের দায়িত্বে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নতুন ভোটার হালনাগাদ করতে লোকজনের বাড়ী বাড়ী যাচ্ছেন তারা। উপজেলার পৌরসভাসহ সদর, বাঘা, ফুলবাড়ী, লক্ষীপাশা, লক্ষণাবন্দ, বাদেপাশা, বুধবারীবাজার, শরীফগঞ্জ, ভাদেশ্বর ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন সহ ১১টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন এসব তথ্য সংগ্রহকারীরা। এসব নতুন ভোটারদের ভোটার হালনাগাদ করতে রয়েছেন ১৪৪জন তথ্য সংগ্রকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কাজের তদারকি করতে রয়েছেন ২৫জন সুপারভাইজার। জন্মনিবন্ধন, স্কুল-কলেজের সার্টিফিকেট, নিয়ে আসলেই নতুন ভোটার হওয়া যাবে। ২০ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ৩ফেব্রুয়ারী পর্যন্ত। তথ্য সংগ্রহকারীদের পাশে পেয়ে ভেজায় খুশি লোকজন।

তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা উপজেলা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শামীম আহমদ জানান, নতুন ভোটার করতে আমরা লোকজনদের বাড়ী বাড়ী যাচ্ছি। সব কাগজপত্র ঠিক থাকলে সালে সাথে আমরা নতুন ভোটার করে দিচ্ছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল জানান, উপজেলায় নতুন ভোটার করতে হালনাগাদ কার্যক্রম চলছে। ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। চলব ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।