গোলাপগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা সভাপতি শাকিল আহমদকে (৩৮) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানায় পুলিশ।
শুক্রবার (২০ আগস্ট) রাতে উপজেলার পৌরশহরের চৌমুহনী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আবিদ আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল ও এসআই একলাছের নেতৃত্বে অভিযান চালিয়ে শাকিল আহমদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৪টি সিআর মামলা রয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।