গোলাপগঞ্জে দুঃস্থ লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ও হিজড়াসহ ৩ শতাধিক লোকজনের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আল খায়ের ফাউন্ডেশনের সহায়তায় ৩ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল, চিনি দুধ, খেজুর, সহ নিত্যপণ্য সামগ্রী দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, শিক্ষক শামীম আহমদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেছেন, সমাজের অসহায় গরীব লোকজনদের পৃরতি আমাদের খেয়াল রাখতে হবে। তাদের প্রতি সরকারও অত্যান্ত আন্তরিক। তাই সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তাহলে কপউ না খেয়ে থাকবেনা।