গোলাপগঞ্জে ন্যায্যমূল্যের দোকান পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মো. ফারুক আহমদ।
বুধবার উপজেলার পৌর শহরের ভেতরের বাজারে অবস্থিত এই দোকানটি পরিদর্শন করেন তিনি।
দোকান পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও মাহমুদুল হাসান।
এসময় স্থানীয় সরকার পরিচালক মো. ফারুক আহমদ বলেন, ন্যাযামূক্যের এই দোকানে আরও মালামাল বৃদ্ধি করে সহনীয় দামে পণ্যগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে। বিগত দিনে দ্রব্যপন্যে দাম যখন আকাশচুম্বী ছিল, ঠিজ তখনি ন্যায্যমূল্যের এই দোকান মানুষের সহায়ক ভূমিকা পালন করে।
আগামীতে এই দোকানে সব ধরণের শাক-সবজি, তরি-তরকারি, পেয়াজ, আলুসহ সব ধরণের পণ্য তুলে ব্যবসা করার আহবান জানান।
এরে তিনি বিভিন্ন প্রকল্প ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন।