গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার রায়গড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তার কৃত আসামী দক্ষিণ রায়গড় লেচুবাগান এলাকার আকিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও আমরোজ আলীর ছেলে আফজল আহমদ (৩০)।
জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার এসআই সুরঞ্জিত কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৯(১)/৯-ক ধারায় মামলা (নং-৮) রয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।