তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ প্রতিপদ্যকে সামনে নিয়ে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২/৩ দিন ঘন কুয়াশা থাকতে পারে। বেড়েছে শীতের তীব্রতা, এতে নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষের পাশে দাড়িয়েছেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার রাতে গোলাপগঞ্জ পৌরসভা, হেতিমগঞ্জ বাজার, ড্রিমল্যান্ড পার্কের আশপাশ এলাকায় উপজেলায় বিভিন্ন পেশাজীবীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বৃন্দ।