সিলেটের গোলাপগঞ্জে দিনভর ট্রাফিকের দায়িত্ব পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা।
বুধবার সকাল থেকে মূখে হুইসেল ও হাতে লাটি নিয়ে এ দায়িত্ব পালন করেন তারা। এছাড়া ছাত্রীরা ছিলেন পরিস্কার পরিচ্ছন্নতার দায়িত্বে। রাস্তায় ফেলা ময়লা আবর্জনা তারা পরিস্কার করেছেন। তাদের এমন দায়িত্ব পালন নিয়ে প্রশংসায় ভাসছেন তারা।
জানা যায়, সকাল থেকে উপজেলার পৌর শহরের চৌমূহনীতে অবস্থান নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় পৌর শহরের চৌমূহণীতে গোল চত্ত্বর সৃষ্টি করে রাস্তায় প।রখর রোদের মধ্যে দাড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে। শিক্ষার্থীদের পাশাপাশি আনসার ও স্কাউটের সদস্যরা এসময় ছিলেন।
অপরদিকে ছাত্রীরা রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন করতে দেখা যায়। তাদের এমন কর্মকান্ড দেখে অনেকে প্রশংসা করেন।