গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে একদিনে আরও ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

জানা যায়, একদিনে উপজেলায় ১৪ জন রোগী শনাক্ত হলেও নতুন করে কোন রোগী সুস্থ হননি।
উল্লেখ্য, উপজেলায় নতুন ১৪ জনসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭৪ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন। আইসোলেশনে আছেন ৯০ জন।