সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুহেল মিয়া নামক এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে গোলাপগঞ্জ ভাদেশ্বর ইউনিয়নের হাওড়তলা জামে মসজিদের পাশের তারেক মিয়ার বসত ঘর এর সামন থেকে দেশীয় তৈরী ব্যারেল বিহীন ট্রিগার বিশিষ্ট বন্দুক ও একটি শর্টগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।
সুহেল আহমদ উপজেলার ভাদেশ্বর শেখপুর এর মৃত আজির উদ্দিন এর ছেলে।
এই বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র সহ আসামী সোহেল আহমদকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।