চোখের সমস্যা নিয়ে দেশের আনাচকানাচে ধুঁকছেন অসংখ্য অতিদরিদ্র অসহায় মানুষ। তাদের নাগালের মধ্যে নেই উন্নত চিকিৎসার সুযোগ। আর তাই উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে প্রথমবারের মতো গোলাপগঞ্জে জান্নাত চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় রশিদ কমপ্লেক্সে ফিতা কেটে এই চক্ষুসেবামূলক হাসপাতালটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর শফিকুর রহমান চৌধুরী, সিলেট খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, দৈনিক সিলেট মিরব পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউস য়ামস শাহীন, জান্নাত চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাখাওয়াত বিন আশরাফ জামী, পরিচালক ডা. কামরুল ইসলাম সাদী, অর্থ পরিচালক ডা. ইফফাতুল জান্নাত বিনতে আশরাফ, কার্যনিবাহী পরিচালক মাওলানা মুমিন আহমদ শাকিল, পরিচালক মাহদী আহমদ চৌধুরী ও জাকিরুল ইসলাম রুহিন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ ফার্মেসি এসোসিয়েশনের সভাপতি বোরহান আহমদ চৌধুরী, ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কামরুল ইসলাম সাদী, সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী ও আব্দুল জলিল, মাও. ইকবাল হোসাইন, মাও. আব্দুর রহিম চৌধুরী সহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস হিলাল উদ্দিন।
জান্নাত চক্ষু হাসপাতাল সবসময় সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দিতে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতবৃন্দ।
হাসপাতালটির সেবার মান ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানিয়ে হাসপাতালের কর্ণধাররা বলেন, আমরা অল্প খরচে চোঁখের নানাবিধ চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের হাসপাতাল থেকে যদি একজন মানুষকেও সেবা দিতে পারি, সেখানেই আমাদের স্বার্থকতা।
যাত্রা শুরু হওয়া জান্নাত চক্কু হাসপাতালে মাসব্যাপী যাবতীয় সেবাদানে ২৫% ছাড় দেওয়া হয়েছে।