বিয়ানীবাজার পৌরসভার কসবা-খাসা এলাকার যাতায়াত সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সম্প্রতি গোবালশাগ যুব সংঘের উদ্যোগ ও বাস্তবায়নে সংস্কার কাজে দেশ ও প্রবাসীদের অর্থায়নে ৯ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় হয়েছে।
গোালাবশাহ যুব সংঘের সভাপতি সালেখ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদসহ সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি রাস্তা সংস্কার কমিটির আহবায়ক শিক্ষক কবির আহমদ ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনুর তত্ত্বাবধায়নে এবং গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার দিকনির্দেশনায় কসবা আলুয়াতলি রাস্তা উপজেলা মোড় থেকে কসবা বাজার পর্যন্ত সংস্কার এবং কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ থেকে কুয়ারপার পর্যন্ত আংশিক সংস্কার কাজ হয়েছে।
দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন জানিয়ে দায়িত্বশীলরা বলেন, গোলাপশাহ যুব সংঘ গঠিত হওয়ার পরই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়। দেশী ও প্রবাসীদের অর্থায়নে রাস্তা সংস্কার কাজ শেষ হয়েছে।
সড়ক সংস্কার হওয়ায় খুশি সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এমন উদ্যোগে প্রশংসার পাশাপাশি তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
শুধু সরকার নয় স্থানীয়রা উদ্যোগ নিলে গ্রামীণ সড়ক সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব তার উজ্জ্বল উদাহরণ গোলাবশাহ যুব সংঘের কার্যকরি পরিষদ।