বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গোলাবশাহ কিশোর সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমি ফাইনাল এবং গ্রান্ড ফাইনাল আগামীকাল ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়ােজিত টুর্নামেন্টে দেশের জাতীয় পর্যায়ের শাটলাররা অংশ নেবেন।
রবিবার রাতে প্রথম সেমি ফাইনালে জায়ান এন্ড জাবিয়ান, আঙ্গারজুর এর মুখোমুখি হবে জিয়া স্মৃতি পরিষদ এবং ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে টাইগার্স ক্লাব বিয়ানীবাজার বনাম এম.এস.সি ফ্যানস ক্লাব বিয়ানীবাজার। পরে রাতেই মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দুই দল। টুর্নামেন্টটিতে প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে একটি ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা প্রাইজমানি এবং ২য় পুরষ্কার হিসেবে রয়েছে একটি ট্রফি ও নগদ ২০ হাজার টাকা প্রাইজমানি।
আগামীকালের হাইভোল্টেজ সেমি ফাইনাল ও গ্রান্ড ফাইনাল ম্যাচ উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন গোলাবশাহ কিশোর সংঘ ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক খয়ের আহমদ মিলন ও সদস্য সচিব জুনেদ আহমদ।