বিয়ানীবাজার উপজেলা প্রথম বিভাগ ক্রিকেট লিগের পঞ্চম ম্যাচে লো স্কোরিং হওয়া সত্ত্বেও খাসা স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে সহজভাবে জয়লাভ করেছে শ্রীধরা ক্রিকেট একাদশ। মঙ্গলবার বিকালে পিএইচজি সরকারি হাইস্কুল মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় খাসা স্পোর্টিং ক্লাব।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৮ ওভার খেলে খাসার ব্যাটসম্যানরা শ্রীধরার বোলারদের তোপের মুখে খুব একটা সুবিধে করে উঠতে পারেননি। ১০ উইকেটে ৯৯ রান সংগ্রহ করে খাসা। দলের পক্ষে একমাত্র অর্ধশতক করেন উজ্জল, ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।

শ্রীধরার পক্ষে চার ওভার বল করে আবিদ তিনটি ও মিজান দুটি করে উইকেট শিকার করেন।

খাসার দেয়া ১০০ রানের টার্গেটের বিপরীতে ব্যাটিং করতে নেমে ভালো নৈপুণ্য প্রদর্শন করে শ্রীধরার টপ অর্ডার। ব্যাটসম্যান রাবেলের ২২ বলে ৪২ রানের ইনিংস দলকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। এরপর হেসেখেলেই ৪ উইকেট হারিয়ে ৭ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের বিশাল জয়ের দেখা পায় শ্রীধরা।

খাসার বোলার এহসান ও নাবিদ একটি উইকেট শিকার করেন।

খেলায় ম্যাচ সেরার পুরস্কার উঠে শ্রীধরার ব্যাটসম্যান রাবেলের হাতে এবং মোস্ট এক্সাইটিং প্লেয়ার পুরস্কার পান শ্রীধরার বোলার আবিদ।