সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে ফের দুই বাংলাদেশি শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে।

নিহত দুজন হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা নয়াপাড়া গ্রাামের সাহাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (২৪) ও রমজান আলীর ছেলে মুখলেস মিয়া(২৩)।

এর আগে গেল ১৪ মার্চ কয়লা আনতে ভারতে গিয়ে এক বাংলাদেশি শ্রমিক মারা যায়।

এক সপ্তাহের ব্যবধানে এ তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় সীমান্তবর্তী বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় কয়লার কোয়ারির ভেতরে এ দুই শ্রমিক দুর্ঘটনায় পতিত হোন। খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তবে পৃথক এ দুই ঘটনায় টেকেরঘাট বিজিবির ক্যাম্প কমান্ডার কোনো মন্তব্য করতে রাজি হননি।