নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুর সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার উপজেলা নিসচা নেতৃবৃন্দ। সিলেট বিভাগে সাংগঠনিক সফরকালের এক পর্যায়ে শনিবার সন্ধ্যা ৬টায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম মিশু নিরাপদ সড়ক চাই (নিসচা) বিয়ানীবাজার উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটিকে নির্দেশ প্রদান করেছেন এবং একইসাথে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনে পরামর্শ প্রদান করেছেন।
বিয়ানীবাজার নিসচার সদস্য সচিব শফিউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নিসচা সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, সিলেট অনলাইন প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুর রহিম নিসচা সিলেট মহানগর শাখার যুব সম্পাদক মারজান তৌফিক ও নিসসচা সিলেট জেলার সদস্য আবদুল হাসিব।
সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার নিসচার যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু লোদী ও আব্দুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুর রহমান নাহিদ, শহিদুল ইসলাম সাজু ও আবু তাহের রাজু।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার নিসচার সদস্য শামিম আহমদ, সোহাগ আহমদ, রাহাত হোসেইন, মাসুদ আহমদ, আহমদ সামি প্রমুখ।