বিয়ানীবাজারের কুড়ার বাজার ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী এবং উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি হাজী আজির উদ্দিন আর নেই। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আজির উদ্দিন দীর্ঘদিন বৈরাগী বাজারের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি স্থানীয়ভাবে বেশ পরিচিত ব্যক্তি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আজির উদ্দিনের মৃত্যুতে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী আব্দুল খালিক লালু ও সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু শোক প্রকাশ করেছেন।