তিনদিনের ব্যবধানে কুশিয়ারা নদীতে অস্বাভাবিকভাবে বেড়েছে পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগাম বন্যার আশংকা শংকিত নদী পাড়ের বাসিন্দারা। নদীতে স্রোতের সাথে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ শংকা দেখা দিয়েছে। আগাম বন্যা হলে বোরো ধানসহ মৌসুমী ফসলের ক্ষতির আশংকা করছে তারা।
যদিও উদ্বিঘ্ন না থেকে প্রাকৃতিক এ পরিস্থিতি স্বাভাবিকভাবে মোকাবেলা করার আহবান স্থানীয় এ জনপ্রতিনিধির। তিনি জানান, নদী রক্ষা বাধ পানি উন্নয়ন বোর্ড সিলেটের মাধ্যমে মেরামত করা হয়েছে ।

২০২২ সালের ভয়াবহ বন্যার তীক্ত অভিজ্ঞতার বিষয়টি জানিয়ে কুশিয়ারা নদীর তীরবর্তী কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুতিউর রহমান তুতা বলেন, এ মৌসুমে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল নদী ও বন্যা পরিস্থিতির বিষয়ে আমাদের কাছ থেকে খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। আমরাও নদীতে বিভিন্নভাবে কাজ করে জীবিকা নির্বাহ করার মানুষজনদের কাছ থেকে নদীর পানি কেমন বাড়ছে সেটির খোজ খবর রাখি। আপাতত চিন্তার কোন কারণ নেই ।
মেঘালয়ে অতিবৃষ্টি হলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দেয়। এ মৌসুমে সীমান্তের ওপারে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে ফলে সুরমা ও কুশিয়ারা নদীতে আশংকাজনকভাবে বাড়ছে পানি ।