কুলাউড়ায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে হেনা বেগম নামে (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাপুলিশ।

হেনা বেগম ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে। তিনি ওই ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক। পথে পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই জাহানারা আরও জানান, ধারণা করা হচ্ছে, হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।