মৌলভীবাজারের কুলাউরায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত তরুণ জুবায়ের আহমদ (১৮) হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ৩০ এপ্রিল (২৮ রমজান) রাত ১১টায় কুলাউরা উপজেলার আছুরিঘাট সড়ক এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুত্বরত আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যান। জুবায়ের আহমদ জুড়ী উপজেলার ২নং পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব বড়দামাই গ্রামের হামিদ মিয়ার পুত্র।
চিকিৎসকরা জানিয়েছেন, তরুণ জুবায়ের সড়ক দুঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। এছাড়া পাকস্ত্রলির নাড়ি নষ্ট হয়ে যাওয়া তা কেটে ফেলা হয়েছে এবং সে মেরুদন্ড ও পায়ে আঘাত পেয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
এদিকে, ছেলের চিকিৎসার জন্য প্রবাসী ও বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন দিনমজুর পিতা হামিদ মিয়া (মোবাইল: 01741586184, বিকাশ নাম্বার- 01741586184 পার্সনাল)।