কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রী স্বর্ণা দাসের (১৪) লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। এসআই বিজয় প্রসাদ দেবনাথ বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন। উল্লেখ্য, রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা দাস। সে জুড়ীর পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে ও নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস ও মা সঞ্জিতা রানী দাস জানান, তাদের এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে থাকেন।

ছেলেকে দেখতে সঞ্জিতা ছোট মেয়ে স্বর্ণাকে নিয়ে রোববার রাতে স্থানীয় লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা চালান। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা নিহত হন।