কুলাউড়ায় ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ৪তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে বিদ্যালয় প্রাঙ্গণে কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম. শাহ মোস্তফার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শামীম আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার এসআই এনামুল হক, এমপির অফিস সমন্বয়কারী খায়রুল আলম কয়ছর, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আহবাব হোসেন রাসেল ও শিক্ষানুরাগী সারোয়ার আলম বেলাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এমপির প্রতিনিধি মোতাহির আলম চৌধুরী, হোসেন মনসুর, শফিকুল ইসলাম জাহেদ, এমপির অফিস সহকারী শেখ রুহেল প্রমুখ।
অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট এই অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মিত হয়।