কুলাউড়ার ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মরণসভা এবং সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘাগটিয়া প্রতিভা আদর্শ পাঠাগারের আয়োজনে শিক্ষকদের স্মরণে এক সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পাঠাগারের উপদেষ্টা এ.টি.এম নাঈমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রটোকল অফিসার চারবছর থাকাবস্থায় এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান-রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। অসুস্থ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করছি।

তিনি পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ পাঠাগারের উন্নয়নে ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

আরও বক্তব্য রাখেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক শিক্ষক মুহিব আলী, শিক্ষকা সৈয়দা নাজিয়া জেবিন, ব্যবসায়ী সেলুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সহসম্পাদক মুরাদ খান। সভাশেষে প্রয়াত শিক্ষকদের রুহের মাগফেরাত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আব্দুস সামাদ।