সপ্তম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লিগের প্রথম বিভাগের ফাইনালে কাল রোববার (৮ মার্চ) মুখোমুখি হবে এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাব ও ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া। সেমিফাইনালের জুজু মুক্ত হয়ে লিগে প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগ পাওয়া এ্যারাইভাল্স কাপ্তানের চোখ এখন শিরোপায়। অন্যদিকে, অতিথি খেলোয়াড় মেহেদী বীরত্বে সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠা ইউনিটি তিলপাড়াও ছেড়ে কথা বলবে না। গত আসরের রানার্সআপরা এবার শিরোপার স্বাদ পেতে মরিয়া। ফাইনালে চমক দেখাতে দুইদল গোপনীয়তা রেখেছেন অতিথি খেলোয়াড়ের নাম প্রকাশে!

আবহাওয়া অনুকূলে থাকলে বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখন্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লিগের সপ্তম আসরের হাইভোল্টেজ এ ফাইনাল ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। দুই দলেই খেলবেন  ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের ক্রিকেটাররা। তবে মাঠে চমক হিসাবে বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারও থাকবেন পারেন অতিথি খেলোয়াড়ের তালিকা। ক্লাবগুলোর সাথে বনিবনা হলেই বিয়ানীবাজারের টিকেট কাটবেন এ খেলোয়াড়।

বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লিগের এবার নিয়ে তিন আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছে ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া। গত আসরে অল্পের জন্য শিরোপার স্পর্শ পায়নি ইউনিটি। ফাইনালে লোকমান চৌধুরী স্পোর্টস একাডেমির কাছে ৪ উইকেটে হেরে রানার্সআপ হয় দলটি। কিন্তু এ আসরের শুরু থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছে তারা। দলটি শুরু থেকে সব বিভাগেই সমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। মিডল ও লো অর্ডারেও বেশ ভালো করছে তারা। তবে ফাইনালে মূল ভরসা সেমিফাইনালে ৯৮ রানের অপরাজিত থাকা মেহেদী মাহবুব। সেমিফাইনালে খেলা অতিথি খেলোয়াড়  অলরাউন্ডার তৌফিকুল হক নয়ন খেলবেন ফাইনালে। তবে ইউনিটির সবচেয়ে বেশি আস্থার স্থান হচ্ছে স্থানীয় ক্রিকেটাররা। বোলিং লাইনআপে হামিদ, রাহেল, জোয়াহির ও ইমরান এবং ব্যাটিংয়ে লাইনআপে তানজু, আরিফ ইফতেখার, পান্নুরা জ্বলে উঠলে পাত্তাই পাবে না এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাব।

অন্যদিকে, উপজেলা ক্রিকেট লীগের সবকটি আসরে সেমিফাইনাল জুজুতে আটকে থাকা এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাব এবারের আসর দারুণভাবে শুরু করেছে। সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাবকে হারিয়ে দলীয় নৈপূণ্যে ফাইনালে উঠলেও তাদের মূল শক্তি হচ্ছে বোলিং লাইনআপ। বোলার অভি উজ্জ্বল, জামিল, সাজন ও নজমুলদের আগুন ঝরা একটি স্পেলেই প্রতিপক্ষকে শেষ করতে যথেষ্ঠ। তাছাড়া ব্যাটিং লাইনআপে উদ্বোধনী ব্যাটসম্যান জাকির বিধ্বংসী রূপ নিলেই ফাইনালটা নিজেদের করে নেবে এ্যারাইভাল্স । তাছাড়া নিজেদের দিনে কম যান না ব্যাটসম্যান জাহাঙ্গির (উইকেট কিপার), এমরান কিংবা মনসুররা। তাদের সাথে ফাইনালে অতিথি খেলোয়াড় হিসেবে যুক্ত হবেন ব্যাটসম্যান সাইদ সরকার। এ কোটায় অলরাউন্ডার হিসেবে ফাইনালে এ্যারাইভাল্স’র হয়ে সাহেদ আহমদও খেলবেন। সেমিফাইনাল তে আটকে থাকা এ্যারাইভাল্স এ আসরে শিরোপা জিতলে অবাক হওয়ার কিছু থাকবেনা।

ফাইনালে নিজেদের সেরা খেলা উপহার দিয়ে শিরোপা ঘরে তুলতে চায় দু’দলই। আর তাই শনিবার বিকালে পৃথক মাঠে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে দু’দলের ক্রিকেটাররা। শুধু প্রতিদ্বন্দ্বি দু’দলই নয়, এ ফাইনালকে ঘিরে সরগরম রয়েছে বিয়ানীবাজারের ক্রিকেটাঙ্গন। দু’দলের মধ্যে কে হচ্ছে লিগের চ্যাম্পিয়ন তা নিয়েও চলছে তর্ক-বিতর্ক। এ্যারাইভাল্স ও ইউনিটি তিলপাড়ার মধ্যকার এ ফাইনালটি হবে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ- এমনটাই ধারণা ক্রিকেট সংশ্লিষ্টদের।

তবে দুই দলই যে মাঠে অতিথি খেলোয়াড় নিয়ে চমক দেখাতে পারে-সেটি কৌশলে গোপন রাখা হচ্ছে। গত বছর জাতীয় দলে খেলা এমন একাধিক (অল রাউন্ডার) খেলোয়াড়দের সাথে দুই দলের টিম ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে। খেলোয়াড় ও ক্লাবের মধ্যে বনিবনা হয়ে গেলে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে দেখা মিলবে দেশের শীর্ষ সারির ক্রিকেটার। সব কিছু নির্ভর করছে দলের ইচ্ছা ও সামর্থের উপর।

এদিকে, লিগের প্রথম বিভাগের ফাইনাল খেলা উপভোগ করার জন্য বিয়ানীবাজারের ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি রাজেল আহমদ ও সাধারণ সম্পাদক খন্দকার লোকমান হোসেন।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-