সিলেটের কানাইঘাট উপজেলায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের সভা কক্ষে প্রশাসন, সাংবাদিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ও নৃগোষ্টী প্রতিনিধিদের নিয়ে বিশেষ সভায় এই আহ্বান জানান কানাইঘাট সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সঞ্জীব ঘাগরা।

সম্প্রীতি বজায় রাখার আহ্বান করে ক্যাপ্টেন সঞ্জীব ঘাগরা বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো কানাইঘাটে সেনাবাহিনীর ক্যাম্প করা হয়েছে। সাধারণ মানুষের সেবা করার জন্য এখন থেকে সর্বদা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও জনগণের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কর্মকান্ডের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে কানাইঘাটের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সমন্বিত আলোচনার মাধ্যমে স্বাভাবিক অবস্থা সৃষ্টি করার পাশাপাশি যেকোনো ধর্মীয় উপাসনালয় সহ সহিংসতা ও অরাজকতা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে।’

এসময় হিন্দু সম্প্রদায় ও নৃ-গোষ্টীর প্রতিনিধিরা বলেন, ‘কানাইঘাটে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে কানাইঘাটের কোথাও হিন্দু বা অন্য সম্প্রদায়ের উপাসনালয় বা বাড়ি-ঘরে আক্রমন হয়নি।’

এছাড়া রাষ্ট্রীয়, ব্যক্তিগত সম্পত্তিসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন ক্যাপ্টেন সঞ্জীব ঘাগরা। দুষ্কৃতিকারী কর্তৃক কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেনাবাহিনীর ০১৭৬০-৯৯৯৪৬৯ হেল্পলাইন নাম্বারে সঠিক তথ্য জানানোর আহ্বানকরেন তিনি। এছাড়াও, দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর লুট হয়ে যাওয়া অস্ত্র কানাইঘাটের কোথাও কেউ নিয়ে আসলে তা সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য বলেন তিনি।