সিলেটের কানাইঘাটে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশী মদ ও ২৪ টি বিয়ার ক্যান উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার বরবন্দ ২য় খন্ড গ্রাম এলাকা থেকে এগুলো উদ্ধার করে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী মদকদ্রব নিয়ে ঐ এলাকায় অবস্থানের করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালায়। এসময় মাদক ব্যাবসায়ীরা পালিয়ে গেলে ও সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশী মদ ও ২৪টি বিয়ার ক্যান উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য কানাইঘাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
বিয়ানীবাজারের গোবিন্দশ্রী বাজারে ব্যাংকিং সেবা দিচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড
