কানাইঘাট থানা পুলিশ ভারতীয় চা-পাতা বোঝাই টাটা পিকআপ গাড়ী আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের সুরইঘাট এলাকা থেকে আসা ভারতীয় চা-পাতা বোঝাই একটি টাটা পিকআপ গাড়ী থানার অদূরে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের সামনে যাওয়ার সময় পুলিশ গাড়ী থামাতে চাইলে গাড়ী চালক চা-পাতা নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশের ধাওয়া খেয়ে গাড়ীর চালক চা-পাতা বোঝাই পিকআপ গাড়ী রাস্তার পাশে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরে থানার এস.আই সুহেল মাহমুদ একদল পুলিশ নিয়ে ২৩ বস্তা ভারতীয় চা-পাতাসহ সিলেট মেট্রো ১১-১৯৩৯ নম্বরের পিকআপ গাড়ীটি আটক করেন।

থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ জানান, ভারতীয় চা-পাতা আটকের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

প্রসজ্ঞত যে, কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে আবারো বেপরোয়া চোরাচালান হচ্ছে। চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে প্রতিদিন শত শত বস্তা ভারতীয় চিনি, নাসির বিড়ি, চা-পাতা, শুটকি, কসমেটিক্স সামগ্রী, মোটরসাইকেল, গাড়ীর যন্ত্রাংশ, ইলেটক্ট্রনিক্স সামগ্রী, মোবাইল সেট, শাড়ী, মাদকদ্রব্য নিয়ে আসছে।

অপরদিকে বাংলাদেশ থেকে সম্প্রতি সময়ে মটরশুটি, মটরডাল, শুকনো কাটা সুপারি অবৈধভাবে ভাবে ভারতে পাচার করছে চোরাকারবারীরা।