কানাইঘাটে দাফনের ৪ দিন পর সৌদিআরব প্রবাসী আব্দুস সালাম (৫০) নামে এক প্রবাসীর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। সোমবার (৮ জুন) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে তার রিপোর্ট পজেটিভ আসে। এতে তার পরিবারের সদস্যদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পশ্চিম পাত্রমাটি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আব্দুস সালাম অসুস্থ হয়ে সৌদিআরব থেকে দেশে আসেন। পরবর্তীতে সিলেটে চিকিৎসা নিয়ে তার কিডনিতে সমস্যা দেখা দিলে তিনি কিডনি ডায়ালাইসিস করে আসছিলেন। সেই হিসেবে রমজানের ঈদের পূর্বে তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিজ উপজেলায় করোনা টেস্ট করে রিপোর্ট নিয়ে যেতে বলেন। যদি তার রিপোর্ট পজেটিভ আসে তাহলে কিডনি ডায়ালাইসিস করা যাবে না। পরে আব্দুস সালাম গত ১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।

কিন্তু সঠিক সময়ে তার করোনা টেস্টে রিপোর্ট না আসায় চিকিৎসার অভাবে গত ৪ জুন রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরদিন এলাকার জামে মসজিদে আব্দুস সালামের জানাজায় শতাধিক লোক অংশগ্রহণ করে এবং লাশ দাফন করেন।
এদিকে পরিবারের সদস্যরা আব্দুস সালামকে প্রতি সপ্তাহে কিডনি ডায়ালাইসিস করে পরিবারের একমাত্র উপার্জনকারী আব্দুস সালামকে হারিয়ে তার স্ত্রী ও ৪ ছেলে মেয়ে মানবেতর জীপনযাপন করছেন বলে জানিয়েছেন আব্দুস সালামের ভাতিজা ইব্রাহিম আহমদ ও ইফজাল আহমদ চৌধুরী।
‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-