কানাইঘাটের একটি কমিউনিটি সেন্টার থেকে এক মহিলা বাবুর্চিসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে গুরুতর আহতবস্থায় উপজেলার ব্রাহ্মণগ্রামের ইয়াহিয়া নামের বাবুর্চিকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী বাজার আনন্দ কমিউনিটি সেন্টারে। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে উপজেলার নয়াগ্রামের সুহেল আহমদ ও মহিলা বাবুর্চির লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।
তিনি জানান, মঙ্গলবার রাতে বিয়ের সেন্টারে রান্না করার পর সবাই ঘুমিয়ে পড়েন। আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে রান্না ঘরের দরজা বন্ধ থাকায় ভেতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুরো বিষয়টি গুরত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।