পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে উপজেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে কোন প্রার্থী ও তার সমর্থকরা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলে, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান, কেন্দ্র দখল ও ব্যালেট পেপার ছিনতাই ও ব্যালেটে হাত দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‌্যাব, বিজিবি’র টিম টহল দিচ্ছে।

৯টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৪২৭ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ১০১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলার ৯ টি ইউনিয়নে ৮৫টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৪৯৩ জন।