প্রবাস ডেস্ক। ১৮ ফেব্রুয়ারি ২০১৭।

শারজাহ অমর  আল খাইয়ানে  কাকরদিয়া তেরাদল ও আলীপুর  ওয়েলফেয়ার ট্রাষ্ট  (ইউ কে) এর সাবেক সাধারণ  সম্পাদক অহিদুর রহমান চৌধুরী আরব আমিরাত আগমণ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার কাকরদিয়া তেরাদল ও আলীপুর জন কল্যাণ সমিতি ইউএই’র উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কাকরদিয়া তেরাদল ও আলীপুর জন কল্যান সমিতির সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের সভাপতিত্বে এবং   যুগ্ম সাধারণ সম্পাদ্দক মো আমিনুল হাসান খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবি দেউলগ্রাম ওয়েল ফেয়ার এডুকেশন ট্রাস্ট ইউ কে সভাপতি হাজী নুরুল হক, সংবর্ধিত অতিথি  কাকরদিয়া তেরাদল ও আলীপুর ইউ কে ট্রাস্ট এর সাবেক সফল সাধারণ সম্পাদক অহিদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার জন কল্যাণ সংস্হার সহ সভাপতি আলী যাকের সিদ্দীকী, বিয়ানী বাজার জন কল্যাণ সংস্হার সহ সভাপতি হাজী বদরুল হোসেন, সহ সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস খাঁ মজনু , বিয়ানীবাজার জনকল্যাণ  সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন ও এম সুমন আহমদ, বিয়ানীবাজার জনকল্যান সংস্থার সাংস্কৃতিক সম্পাদক হোসাইন মাহমুদ আলতাফ, মো রুহল আহমদ, আবু জাহের, অভি রাম, বাবলু আহমদ, ছাদিকুর রহমান।

অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন আবু জাহের।