বিয়ানীবাজার উপজেলায় বুধবার রাতে নতুন করে করোনায় আক্রান্ত আরও দুইজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে উপজেলায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু ইসহাক আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিয়ানীবাজার উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭৯জন আক্রান্ত রোগী।

এদিকে, করোনা সংক্রমনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রশাসনের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা। কিন্তু করোনা ভয়াল ছোবলকে উপেক্ষা করে বিয়ানীবাজারে দেখা গেলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অনীহা। বিশেষ করে মাররকেট, শপিংমল, পশুর হাটসহ লোক সমাগম ঘটে এমন জায়গা প্রতি ১০ জনের মধ্যে মাত্র ২/৩ জনের মুখে মাস্ক দেখা গেছে।
উল্লেখ্য, বিয়ানীবাজারে গত বছরের ২৪ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই সালের মে মাসে করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু ঘটে।